কত মিনিট সহবাস করার পর মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়
যৌনমিলন সম্পর্কে নানান ভ্রান্ত ধারণা আছে এই উপমহাদেশে। অনেকেরই ধারণা, যৌনমিলন বলতে, কেবল যোনির অভ্যন্তরে শিশ্ন প্রবেশকেই বোঝায় । যদি সেই ক্রিয়াটিকেই যৌনমিলন বলে ধরে নেওয়া হয় , তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌন চিকিৎসক ( 2005 Society for Sex Therapy and Research) সংস্থার একটি নিরীক্ষা অনুযায়ী, যৌনমিলনের সময়কে মোটামুটি চারটি ভাগে ভাগ করা হয়েছে।
অপর্যাপ্ত বা স্বল্পসময়ের যৌনমিলন : এর স্থায়িত্বকাল ১ থেকে ৩ মিনিট পর্যন্ত হয়।
পর্যাপ্ত সময়ের যৌনমিলন : এর স্থায়িত্বকাল ৩ থেকে ৭ মিনিট পর্যন্ত হয় ।
কাঙ্খিত সময়ের যৌনমিলন : এর স্থায়িত্বকাল ৭ মিনিট থেকে ১৩ মিনিট পর্যন্ত হয় ।
অতিদীর্ঘ সময়ের যৌনমিলন : এর স্থায়িত্বকাল ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত হয় ।
যৌনমিলনে একজন নারীর ( অবিবাহিত/বিবাহিত ) পরিপূর্ণ সুখলাভের বিষয়টি তাঁর ব্যক্তিগত এবং প্রতিটি নারীর ক্ষেত্রেই আলাদা। কেউ দীর্ঘ সময় পছন্দ করেন , কেউ পছন্দ করেন স্বল্পসময়ের মিলন । সচরাচর যোনির অভ্যন্তরে ৩ মিনিট থেকে ১০ মিনিট সময়কাল পর্যন্ত পুরুষ জননেন্দ্রিয় প্রবেশের স্থায়িত্বকালকেই আদর্শ কাঙ্খিত সময়কাল ধরে নেওয়া হয় ।
একটা বিষয় মনে রাখা বিশেষ প্রয়োজন , কেবলমাত্র শিশ্ন প্রবেশকেই যৌনমিলন বলা উচিত নয় । পরিপূর্ণ সুখলাভের ক্ষেত্রে মিলনের পূর্বে প্রাকক্রিয়া ( foreplay ) ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রাকক্রিয়া চলাকালীন নারী-পুরুষ উভয়ের মস্তিস্ক থেকেই নানাপ্রকার হরমোন নিঃসরণ হতে থাকে , যা উভয়েরই কামনাকে উদ্দীপিত করে চরম সুখলাভের পথ সহজ করে দেয় । একটি নিরীক্ষার মতে, প্রাকক্রিয়ার স্থায়িত্বকাল সচরাচর ১৩ মিনিট থেকে ১৯ মিনিট পর্যন্ত বা তার বেশি হলে তা চরম সুখকর হয় ।
তাই প্রাকক্রিয়া যত দীর্ঘায়িত হবে , নারীর ক্ষেত্রে যৌনসুখ লাভের বিষয়টিও ততোধিক হবে । এক্ষেত্রে অবশ্যই তাঁর পছন্দ অপছন্দের বিষয়টি খেয়াল রাখা উচিত । গায়কের সুর ও বাদকের যথাযথ সঙ্গত যেমন একটি সঙ্গীতকে শ্রুতিমধুর করে তোলে , তেমনই যৌনমিলনের ক্ষেত্রে উভয়ের পারস্পরিক বোঝাপড়া , পছন্দ অপছন্দের সঠিক তালমিল মিলনকে আরও অধিক সুখকর করে তোলে ।
Post a Comment