কত মিনিট সহবাস করার পর মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়

 কত মিনিট সহবাস করার পর মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়


যৌনমিলন সম্পর্কে নানান ভ্রান্ত ধারণা আছে এই উপমহাদেশে। অনেকেরই ধারণা, যৌনমিলন বলতে, কেবল যোনির অভ্যন্তরে শিশ্ন প্রবেশকেই বোঝায় । যদি সেই ক্রিয়াটিকেই যৌনমিলন বলে ধরে নেওয়া হয় , তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌন চিকিৎসক ( 2005 Society for Sex Therapy and Research) সংস্থার একটি নিরীক্ষা অনুযায়ী, যৌনমিলনের সময়কে মোটামুটি চারটি ভাগে ভাগ করা হয়েছে।


অপর্যাপ্ত বা স্বল্পসময়ের যৌনমিলন : এর স্থায়িত্বকাল ১ থেকে ৩ মিনিট পর্যন্ত হয়।

পর্যাপ্ত সময়ের যৌনমিলন : এর স্থায়িত্বকাল ৩ থেকে ৭ মিনিট পর্যন্ত হয় ।

কাঙ্খিত সময়ের যৌনমিলন : এর স্থায়িত্বকাল ৭ মিনিট থেকে ১৩ মিনিট পর্যন্ত হয় ।

অতিদীর্ঘ সময়ের যৌনমিলন : এর স্থায়িত্বকাল ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত হয় ।

যৌনমিলনে একজন নারীর ( অবিবাহিত/বিবাহিত ) পরিপূর্ণ সুখলাভের বিষয়টি তাঁর ব্যক্তিগত এবং প্রতিটি নারীর ক্ষেত্রেই আলাদা। কেউ দীর্ঘ সময় পছন্দ করেন , কেউ পছন্দ করেন স্বল্পসময়ের মিলন । সচরাচর যোনির অভ্যন্তরে ৩ মিনিট থেকে ১০ মিনিট সময়কাল পর্যন্ত পুরুষ জননেন্দ্রিয় প্রবেশের স্থায়িত্বকালকেই আদর্শ কাঙ্খিত সময়কাল ধরে নেওয়া হয় ।

একটা বিষয় মনে রাখা বিশেষ প্রয়োজন , কেবলমাত্র শিশ্ন প্রবেশকেই যৌনমিলন বলা উচিত নয় । পরিপূর্ণ সুখলাভের ক্ষেত্রে মিলনের পূর্বে প্রাকক্রিয়া ( foreplay ) ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রাকক্রিয়া চলাকালীন নারী-পুরুষ উভয়ের মস্তিস্ক থেকেই নানাপ্রকার হরমোন নিঃসরণ হতে থাকে , যা উভয়েরই কামনাকে উদ্দীপিত করে চরম সুখলাভের পথ সহজ করে দেয় । একটি নিরীক্ষার মতে, প্রাকক্রিয়ার স্থায়িত্বকাল সচরাচর ১৩ মিনিট থেকে ১৯ মিনিট পর্যন্ত বা তার বেশি হলে তা চরম সুখকর হয় ।

তাই প্রাকক্রিয়া যত দীর্ঘায়িত হবে , নারীর ক্ষেত্রে যৌনসুখ লাভের বিষয়টিও ততোধিক হবে । এক্ষেত্রে অবশ্যই তাঁর পছন্দ অপছন্দের বিষয়টি খেয়াল রাখা উচিত । গায়কের সুর ও বাদকের যথাযথ সঙ্গত যেমন একটি সঙ্গীতকে শ্রুতিমধুর করে তোলে , তেমনই যৌনমিলনের ক্ষেত্রে উভয়ের পারস্পরিক বোঝাপড়া , পছন্দ অপছন্দের সঠিক তালমিল মিলনকে আরও অধিক সুখকর করে তোলে ।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post