বিয়ে না করেও ৩২ বছরে ৮৭ জনের বাবা, প্রতিটি দেশেই সন্তান চান তিনি !

 বিয়ে না করেও ৩২ বছরে ৮৭ জনের বাবা, প্রতিটি দেশেই সন্তান চান তিনি !


ভাবা যায়, কম বয়সে প্রায় শত সন্তানের কাছাকাছি বাবা হয়েছেন আমেরিকার এক যুবক। এটা শুনতে অদ্ভূত লাগলেও এটা কোন রূপকথার গল্প নয়। এটাই সত্যি ঘটনা। মাত্র ৩২ বছর বয়সে ১০০ সন্তানের বাবা হতে চলেছেন কাইলি জোর্ডি নামের এক ব্যক্তি। আর তাতেই বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন তিনি। শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। সবচেয়ে বড় চমক হল, এই যুবক অবিবাহিত।


ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বছর ৩২-এর কাইলি জর্ডি বর্তমানে ৮৭টি সন্তানের বাবা। চলতি বছরই নাকি এই সংখ্যা ১০০ এর দোরগোড়ায় পৌছবে। গোটা বিশ্বের নানা প্রান্তে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে কাইলির সন্তানেরা।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বছর ৩২-এর কাইলি জর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। তার স্পার্ম ব্যবহার করে বিশ্বের ৮৭টি নিঃসন্তান দম্পতির কোল আলো করে সন্তান এসেছে। এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৫-এ কাইলির সন্তান জন্ম নেবে সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড, স্কটল্যান্ডে। কাইলির বড় সন্তানের বয়স বর্তমানে ১০ বছর।

এদিকে নিজের পেশা নিয়ে খুব খুশি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কাইলি জর্ডি। তার কথায়, ‘আমি আমার পেশা নিয়ে অত্যন্ত গর্বিত। বহু দম্পতিকে আমি সন্তান সুখ দিতে পেরেছি এটা ভেবেই আমার আনন্দ। তারা আমায় প্রাণভরে দোয়া করেন। এতেই আমি খুশি।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post