সমন্বয়ক রাফির বিকাশ স্টেটমেন্টে যা মিলল

 সমন্বয়ক রাফির বিকাশ স্টেটমেন্টে যা মিলল


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড, যেখানে দাবি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তদবিরে জড়িত এবং তার ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।


অভিযোগ করা হয়েছে, আগস্ট-সেপ্টেম্বর এই দুই মাসে রাফি ও তার মায়ের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে যথাক্রমে ৬১ লাখ ও ৩১ লাখ টাকা। অথচ বিকাশের ওয়েবসাইটে দেওয়া শর্ত অনুযায়ী, একটি অ্যাকাউন্ট থেকে দুই মাসে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা তোলা যায়।সমন্বয়ক রাফির বিকাশ স্টেটমেন্টে যা মিলল


তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে উল্লিখিত সময়ের বিস্তারিত হিসাব-নিকাশের তথ্য পাওয়া গেছে। সে তথ্য অনুযায়ী, ১ আগস্ট রাফির বিকাশ অ্যাকাউন্টে (০১৯৯৫৮৮৭১**) জমা ছিল ২ হাজার ৪ টাকা ২৪ পয়সা। ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৩২ হাজার ৬০২ টাকা। ১ অক্টোবর তার অ্যাকাউন্টে জমা ছিল ৯ হাজার ৭ টাকা। ২ অক্টোবর থেকে ৭ জানুয়ারি সকাল পর্যন্ত তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ১৪৩ টাকা। সে সময় তার অ্যাকাউন্টে জমা ছিল ১৭৮ টাকা ২৫ পয়সা।


আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ!

বুধবার (৮ জানুয়ারি) অনলাইন প্লাটফর্ম ফেস দ্য পিপলের একটি লাইভ অনুষ্ঠানে রাফি তার অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতির বিষয়ে একই তথ্য দিয়েছেন।রাফির মায়ের মোবাইল নম্বর দিয়ে খোলা অপর বিকাশ অ্যাকাউন্টে (০১৭০৯১৯৭৩**) ২০২৪ সালের ১ জুলাই থেকে গত ৭ জানুয়ারি পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ২০ টাকা (২৫ অক্টোবর এই ২০ টাকা লেনদেন হয়)। অ্যাকাউন্টটিতে সর্বশেষ জমা আছে ২৩৮ টাকা ৬১ পয়সা।


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগস্ট থেকে অক্টোবর রাফির অ্যাকাউন্টে ৩২ হাজার ৬০২ টাকার লেনদেন হয় এবং তার মায়ের নামের অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post