খাটের নিচে কলেজ শিক্ষকের মরদেহ, পুলিশের ধারণা হত্যা

খাটের নিচে কলেজ শিক্ষকের মরদেহ, পুলিশের ধারণা হত্যা


নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসার খাটের নিচ থেকে দিলীপ কুমার রায় (৬৬) নামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


দিলীপ কুমার রায় নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।স্থানীয়দের বরাতে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ঢাকা পোস্টকে জানান, স্ত্রী নিভা রানি সাহা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন। আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রানি ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভেতরে গেলে গ্রিলেও তালা ঝুলতে দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।


আরও পড়ুনঃ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নামফলক পরিবর্তন করে রাখা হল নবীর নামে

পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চুরির ঘটনায় নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড এর রহস্য উন্মোচনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post