বৌভাতের অনুষ্ঠানে তুমুল হুল্লোড়। আড্ডা সেরে ফুলশয্যার রাতে হাসতে হাসতেই ঘরে ঢুকেছিলেন। কিন্তু পরেরদিন বেলা গড়ালেও আর দরজা খোলেনি নবদম্পতি। বারবার দরজায় ধাক্কা মারেন আত্মীয়রা। তাতেও মেলে না সাড়া। অবশেষে ঘরের জানলা দিয়ে উঁকি দিতেই আঁতকে উঠলেন সকলে। ফুল দিয়ে সাজানো বিছানাতেই লুটিয়ে রয়েছে নবদম্পতির নিথর দেহ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে। পুলিশ সূত্রে খবর, ২২ বছরের এক তরুণ ২০ বছর বয়সি এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফুলশয্যার রাতে একসঙ্গে ঘরে ঢোকেন। রাত পেরিয়ে সকাল, এমনকী পরেরদিন বেলা গড়ানোর পরেও তাঁরা দরজা না খুলতেই সকলের সন্দেহ হয়। একাধিকবার দু'জনকে ফোন করেও ডাকাডাকির চেষ্টা করেন অনেকে। তারপর জানলা দিয়ে উঁকি দেন পাত্রের ভাই। দৃশ্য দেখে জানলা ভেঙে ভিতরে ঢোকেন।
নবদম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের পর জানা গিয়েছে, হার্ট অ্যাটাকে নবদম্পতির মৃত্যু হয়েছে। ফুলশয্যার রাতে প্রায় একই সময়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁদের।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেও হতবাক আত্মীয় থেকে প্রতিবেশীরা। এলাকায় রীতিমতো শোরগোল পড়েছে। কেউই মানতে রাজি নন এই রিপোর্ট। পাত্রের মা জানিয়েছেন, তাঁর ছেলে ও নববধূ দু'জনেই সুস্থ স্বাভাবিক ছিলেন। বিয়েতে খুব মজাও করেছেন। একসময়ে দু'জনের হার্ট অ্যাটাকে মৃত্যুতে স্তম্ভিত হয়ে গেছেন সকলে।
Post a Comment