এবার বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

এবার বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শেরপুরের নকলা উপজেলায় এবার ৬ বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চাঁন মিয়া নকলা উপজেলার পাইস্কা গ্রামের আবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নকলার একটি গ্রামে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এ সময় চাঁন মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চাঁন মিয়া পালিয়ে যান। এ ঘটনায় রাতে নকলা থানায় একটি মামলা করেন শিশুটির বাবা। পরে পুলিশ রাতেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে চাঁন মিয়াকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: শিক্ষার্থীকে ধর্ষণ: সেই শিক্ষককে আদালত প্রাঙ্গণে গণধোলাই

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার চাঁন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনার মধ্যে গতকাল শেরপুরে এ ঘটনা ঘটল। 

এর আগে ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক মেয়ে শিশু। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নরসিংদীতে তিন দিন আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post