Top News

থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

 থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য



 শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ।


তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।


এদিকে ওসির মরদেহ উদ্ধারের খবরে জাজিরা থানার সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। এ ছাড়া সাংবাদিকরাও রয়েছেন সেখানে। তবে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post