Top News

দুই রোহিঙ্গার পেটের মধ্যে ছিল ১ হাজার ৬৩০টি ইয়াবা!

 দুই রোহিঙ্গার পেটের মধ্যে ছিল ১ হাজার ৬৩০টি ইয়াবা!


মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। আটককৃত ব্যাক্তিরা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্প থেকে এসেছে।


মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে মাগুরা জেলা পুলিশের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরে পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। ইয়াবা বিক্রি করার জন্য তারা যাত্রীবাহী বাস যোগে মাগুরাতে আসে।প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা ইয়াবা পেটের মধ্যে লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার এর মাধ্যমে আল্ট্রাসোনো করে ওয়াশের মাধ্যমে পেটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে থাকা মোট ১ হাজার ৬৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post