এবার ৭৫ নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস

 এবার ৭৫ নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস


যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশে ১৯৭৫-এর রণাঙ্গনের বীর সৈনিকদের জাতির সামনে তুলে আনতে আরো একটি নতুন বার্তা পাঠিয়েছেন।


বার্তায় তিনি বলেন, একজন সাংবাদিক হিসেবে ৭৫’র বীর যোদ্ধাদের সবাইকে এক এক করে জাতির সামনে উপস্থাপন করা পবিত্র দায়িত্ব মনে করি। জাতির সুর্য সন্তান মেজর ডালিমের পর আরও এক দেশপ্রেমিক অকুতোভয় বীর যোদ্ধাকে জাতির সামনে তুলে ধরতে যাচ্ছি, ইনশাআল্লাহ্।


শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিন, শীগ্রই দেখা হবে বীর মুক্তিযোদ্ধা …. এর সাথে। আপনাদের উপস্থিতি ৭১ এবং ৭৫’র মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনানীদের প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও শোধ করবে।


আরও পড়ুনঃ ‘জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকার অফিসে অফিসে ৯ দফা পৌঁছে দেয় শিবির’

এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের নতুন বার্তায় দেশে-বিদেশে বহু মানুষ যারপরনাই আনন্দ প্রকাশ করছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post