যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বছরের শুরুতেই প্রতিজ্ঞাবদ্ধ হলো সংগঠনটি। প্রতিজ্ঞা অনুযায়ী নতুন বছরে কারো সঙ্গে খারাপ আচরণ করবে না এবং অন্যের ক্ষতি হয়-এমন কাজকর্মও করবে না সংগঠনটি।
Countdown Timer
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বছরের শুরুতেই প্রতিজ্ঞাবদ্ধ হলো সংগঠনটি। প্রতিজ্ঞা অনুযায়ী নতুন বছরে কারো সঙ্গে খারাপ আচরণ করবে না এবং অন্যের ক্ষতি হয়-এমন কাজকর্মও করবে না সংগঠনটি।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানায় সংগঠনটি।’ওই পোস্টে বলা হয়, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি)।’
আরও পড়ুনঃ পাবনায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
‘অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত।সুনানে তিরমিজি: ১৯৪১।’
এতে আরো বলা হয়, ‘আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারো সঙ্গে খারাপ আচরণ করব না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়েছেন তো?
00:01
Post a Comment