Top News

সরকারি সফরে যেতে দেওয়া হলো না চীনে, পদত্যাগের চাপ বাড়ছে টিউলিপের

 সরকারি সফরে যেতে দেওয়া হলো না চীনে, পদত্যাগের চাপ বাড়ছে টিউলিপের



লন্ডনে উপহারের ফ্ল্যাট নিয়ে চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সংবাদমাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) জানিয়েছে, সরকারি সফরে চীন যাওয়ার কথা ছিল টিউলিপের। তবে সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। এরবদলে যুক্তরাজ্যে থেকে তদন্তের মুখোমুখি হতে বলা হয়েছে তাকে।



প্রতিবেদনে বলা হয়েছে, “অর্থমন্ত্রী রাখায়েল রিভিসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের চীন যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি লন্ডনেই থাকবেন। এই সময়টায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের’ স্বতন্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তদন্ত করবেন যে, টিউলিপ ‘মন্ত্রিত্বের নীতি’ ভঙ্গন করেছেন কি নাটিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাটের তথ্য গোপন করা ছাড়াও বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আছে। তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগসাজশ করে করে তিনি অর্থ আত্মসাৎ করেন বলে দাবি করা হচ্ছে।




টেলিগ্রাফ ইন্ডিয়া বলেছে, লন্ডনের ফ্লাটের বিষয়টি প্রকাশের পর টিউলিপের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছে। এতে তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হতে পারেন। যদিও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার পক্ষে কথা বলছেন। কিন্তু টিউলিপের পদত্যাগের দাবি জোরালো হচ্ছেঅর্থ ও নগরবিষয়ক মন্ত্রী হিসেবে টিউলিপ যুক্তরাজ্যের অর্থনৈতিক বাজারের দুর্নীতি অনুসন্ধানসহ অন্যান্য দায়িত্বে আছেন। এরমধ্যে তিনি নিজেই দুর্নীতির অভিযোগের মুখে পড়েছেন।




যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন, “কীভাবে সম্পদ গড়েছেন সেটি টিউলিপের এখনই প্রকাশ করার সময়। তার খালার করা দুর্নীতি থেকে এই সম্পদের কোনো কিছু এসেছে কি না সেটি 

তদন্ত করা উচিত।”


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post